COVID-19| Infected Respiratory Cells: ফুসফুসের রন্ধ্রে-রন্ধ্রে করোনা, গবেষকদের ছবিতে আঁতকে উঠবেন

2020-09-17 5

শ্বাসযন্ত্রের কোষের রন্ধ্রে-রন্ধ্রে আক্রমণ করছে নভেল করোনাভাইরাস (COVID-19), তা ছবি তুলে স্পষ্ট বুঝিয়ে দিলেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। কীভাবে ছড়াচ্ছে সংক্রমণ এবং ফুসফুসের ভিতরের প্রতিটি কোষে ভাইরাস থাবা বসাচ্ছে কী ভয়ঙ্কর ভাবে, সেটির গ্রাফিক্যাল ব্যাখ্যা প্রকাশ করেছেন গবেষকেরা। উচ্চক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সেই ছবি তোলা হয়েছে, সেই ছবি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনে (The University Of North Carolina), ছবিগুলোর বোঝার সুবিধের জন্য বিভিন্ন রংয়ের ব্যবহার করা হয়েছে। শ্বাসযন্ত্রে (Respiratory Cell) কীভাবে সংক্রমণ ঘটিয়ে তা সহজেই অন্যের শরীরে ছড়িয়ে পড়ে সেটিই দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে।


#COVID19 #InfectedRespiratoryImiages #LatestLYBangla

Free Traffic Exchange